জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি
Date: January 25, 2024বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ( মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০১৮ (২৩ নভেম্বর পর্যন্ত সংশোধিত) মোতাবেক “দেওয়ান সালেহ্ আহমেদ দ্বি-মুখী দাখিল মাদ্রাসা” ডাকঘরঃ- ইটাকুমারী,উপজেলাঃ- পীরগাছা,জেলাঃ- রংপুর এর জন্য সরকারি বিধিমোতাবেক শূন্য় পদে একজন সুপারিনটেনডেন্ট,একজন সহকারী সুপারিনটেনডেন্ট এবং নব সৃষ্ট পদে একজন নিরাপত্তাকর্মী,একজন পরিচ্ছন্নতা কর্মী ও একজন আয়া পদে নিয়োগ করা হইবে । সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট পদের প্রার্থীকে যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। নিরাপত্তাকর্মী,পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদের প্রার্থীকে জেএসসি/জেডিসি/ সমমান পাশ ( বয়স অনূর্ধ্ব ৩৫ বছর) হতে হবে । আগ্রহী প্রার্থীকে সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট পদের জন্য ২০০০/- (দুই হাজার) টাকা এবং নিরাপত্তাকর্মী,পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদের জন্য ১০০০/- ( একহাজার) টাকা (অফেরৎযোগ্য) রাজশাহি কৃষি উন্নায়ন ব্যাংক,দামুরচাকলা শাখায় ১৮০ নং হিসাব নম্বরে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার, ২কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সভাপতি বরাবর আবেদন করতে হবে।
